মোঃ এনামুল হক স্টাফ রিপোর্টারঃ-
গাজীপুরের কাপাসিয়ার বিভিন্ন এলাকায় আয়োজিত শারদীয় দুর্গাপূঁজার মন্ডপ পরিদর্শণ করেছেন স্থানীয় সংসদ সদস্য,জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এসময় তাঁরা সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও তাঁদের খোঁজ খবর নেন।
রোববার বিকেলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি,গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম,জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত পূজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় তাঁরা সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার পূজারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত মতবিনিময় করেন এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এ সময় গাজীপুর লেডিস ক্লাবের সভানেত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সুরাইয়া খান,গাজীপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জিনিয়া ফারজানা,র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ ইয়াসির আরাফাত হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: সানোয়ার হোসেন,কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ খান,কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আবু বকর মিয়া ছাড়াও জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে,কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নে এই বছর ৬৮টি পূজামন্ডপে শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূঁজা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকটি মন্ডপে স্থানীয় এমপি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে বলে জানা যায়।