আকবর হোসেন বাচ্চু, কাতার প্রতিনিধি:
কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাস্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ(আই ডি ই বি), কাতার চ্যাপ্টার এর নব নির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তা ও উপদেষ্টা বৃন্দ।
স্থানীয় সময় বৃহ:বার বিকেলে দোহাস্থ বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স রুমে এর সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ (আই ডি ই বি) কাতার চ্যাপ্টার এর নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবদুল মুকিত,সাধারণ সম্পাদক প্রকৌশলী হেদায়েত উল্লাহ কবির ও সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জিল্লুর রহমান এর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি প্রকৌশলী জাহেদূল ইসলাম, নবনির্বাচিত সহসভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন, সহসভাপতি প্রকৌশলী আমানত হোসেন, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী হাসমত আলী ও সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী খোরশেদ আহমেদ।
এসময় রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম (আই ডি ই বি) কাতার চ্যাপ্টার এর নবনির্বাচিত কমিটির সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কাতারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গুলোতে বাংলাদেশি প্রকৌশলীদের ভুমিকার প্রশংসা করেন এবং কমিউনিটির উন্নয়নে সংগঠনটি ভালো ভুমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপদেষ্টা মন্ডলির সদস্য প্রকৌশলী খন্দকার ওহিদূল আলম,প্রকৌশলী জহুরুল হক, প্রকৌশলী মিজানুর রহমান সহ আরও অনেকে।