লিমন হেলাল,কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-
সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে এক আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারটায় কাজিপুর সদর ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাব প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, চেয়ারম্যান। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুৃখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারি কমিশনার(ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা বক্তব্য রাখেন।