কলারোয়া প্রতিনিধিঃ- কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে ৪০ তম জাতীয় গ্রীষ্মকালীন প্রতিযোগীতার জোন পর্যায়ে খেলার উদ্বোধন হয়েছে। ৪ সেপটম্বর সোমবার সকাল দশটায় কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে ফুটবল, কাবাডী খেলার মাধ্যমে উদ্বোধন করেন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আঃ রব ও কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান বিপ্লব। ফুটবল খেলা গুলি তে জয়লাভ করে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে মুরারীকাটি দাখিল মাদ্রাসা – দমদম মাধ্যমিক বিদ্যালয় কে, ইসলামপুর দাখিল মাদ্রাসা – হেলাতলা মাধ্যমিক বিদ্যালয় কে,কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল – কে,এল মাধ্যমিক বিদ্যালয় কে,লাঙ্গলঝাড়া দাখিল মাদ্রাসা – কুশোডাঙ্গা মাদ্রাসা কে,কলারোয়া আলিয়া মাদ্রাসা – মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয় কে, বেত্রবর্তী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় – লাঙ্গলঝাড়া মাধ্যমিক বিদ্যালয় কে, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় – কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয় কে, এবং কুশোডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় – কে,কে,ই,পি কে পরাজিত করে ২য় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা গুলি পরিচালনা করেন শিক্ষক আঃ গফুর,আঃ মান্নান, মোঃ আমিরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, তজিবর রহমান, আঃ সামাদ,শেখ সেলিম। আগামীকাল মঙ্গলবার একই মাঠে কাবাডি, ফুটবল, হ্যান্ডবল কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল ও কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। খেলার সার্বিক সমম্বন্বকারী হিসেবে ছিলেন মাহফুজা খানম ও শেখ শাহাজাহান আলী শাহিন।