জি এমন জিয়া কলারোয়া প্রতিনিধি ::কলারোয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজার হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
২৯শে জানুয়ারি রবিবার দুপুর ২টায় এতিমখানা মাদ্রাসার শ্রেণীকক্ষে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে কলারোয়া উপজেলা ভ’মি অফিসার সহকারি কমিশনার(এসিল্যান্ড) তাহমিনা সুলতানা নীলা স্বহস্তে মাদ্রাসার ১২ জন এতিম শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) আরিফুজ্জামান, উপজেলা সহকারি সমাজসেবা অফিসার ইসরাফুল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসের উচ্চমান সহকারি আসাদুজ্জামান, খোরদো বাজার হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা আরিফ বিল্লাহ,সাংবাদিক জি.এম জিয়া,হাফেজ মোঃ আজিজুল ইসলাম, মাওলানা ও ক্বারী সিফাতউল্লাহ, আরাফাত হোসেন প্রমূখ।