জি.এম.জিয়া: ”শাহিন হত্যার বিচার চাই,খুনি আমিনুরের ফাঁসি চাই” এই স্লোগানকে সামনে রেখে কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের শাহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও খুনি আমিনুর সরদার এর দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবীতে পাকুড়িয়া এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ শে এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার পাকুড়িয়া গ্রামের ফজুর মোড়ে এলাকাবাসী ব্যানার, ফেস্টুন,প্লাকার্ড নিয়ে শাহিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করে। উল্লেখ্য, সাতক্ষীরার কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হবার ৯ দিন পর মোঃ শাহীন হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয় ।
৪ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫টায় কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৭ টার দিকে তিনি মারা যান। নিহত শাহীন একই এলাকার একাব্বর গাজীর ছেলে। নিহতের বাবা একব্বার গাজী বলেন ,তার ছেলে মোঃ শাহীন হোসেন ইসলামী ব্যাংকের এজেন্ট খোর্দ্দ শাখায় কমর্রত ছিলেন। তার (শাহিনের) সাত মাসের একটি পুত্র সন্তান রয়েছে। এ ঘটনায় গত ৫ এপ্রিল শুক্রবার কলারোয়া থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন নিহতের স্বজন আফসার আলী গাজী (মামলা নং-৬)।
নিহতের পিতা একাব্বর গাজী বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,সাতক্ষীরায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে হামলাকারী মোঃ আমিনুর সরদার পলাতক রয়েছে। সে কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের বজলে সরদারের ছেলে। সূত্রে জানা যায়, স্থানীয় মোঃ আমিনুর সরদারের সাথে মোঃ শাহীনের চাচী মোছাঃ শাহানারা খাতুনের হাঁস মুরগি ছেড়ে দেওয়া নিয়ে বচসা হয়। এ সময় আমিনুর সরদার শাহানারা খাতুনকে উপর্যুপরি পেটাতে থাকেন ।
একপর্যায়ে তার গলায় রশি বেঁধে দেন। এ ঘটনা দেখে মোঃ শাহীন হামলাকারীকে নিবৃত্ত করতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে সে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ৭ এপ্রিল তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতাল এবং সর্বশেষ ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই দিন সন্ধ্যায় তাকে ছাড়পত্র দেওয়া হয় । সেখান থেকে তাকে বাগেরহাট জেলা সদরের রাখালগাতি ইউনিয়নের ক্ষুদ্রতাকশ্রী গ্রামে তার বোন নার্গিসের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয় ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজি মাহবুবুর রহমান মফে, দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক আব্দুল মান্নান, ইউপি সদস্য আকলিমা, মেম্বর কওসার আলী গাজী, মেম্বর রাশেদুজ্জামান, মেম্বর আব্দুর রাজ্জাক নাহিদ,মেম্বর রফিকুল ইসলাম মিলন, সাবেক মেম্বর আলমগীর হোসেন, রবিউল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।