কলারোয়া প্রতিনিধি :: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়ন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে ৬ মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মো: বাশিরউল্যাহর যৌথ বেঞ্চ এ আদেশ দিয়েছেন বলে জানা গেছে।
৩১ জানুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানা গেছে। এরআগে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি ও জমিদাতা মো: আতিয়ার রহমান উচ্চ আদালতে ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল আলম মল্লিকসহ ১১জনকে বিবাদি করে পিটিশন করেন।
যার মেমো নং বিঅ-৬/৩১৪ তারিখ ৯-১-২০২৩। এরফলে ৫-১২-২০২২ তারিখে ১৫৭০ নং স্মারকের এক পত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) এ,এস,এম আব্দুল খালেক স্বাক্ষরিত এডহক কমিটি বলা হলো। ওই এডহক কমিটির সভাপতি করা হয় বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি ও জমিদাতা মো: আতিয়ার রহমানকে। এডহক কমিটির অন্যরা হলেন পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি নাছিমা পারভীন এবং অভিভাবক সদস্য শিলা পারভীন।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি ও জমিদাতা মো: আতিয়ার রহমান বলেন, অনিয়মতান্ত্রিক উপায়ে রবিউল আলম মল্লিককে সভাপতি করে কেড়াগাছি ইউনিয়ন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হলে তিনি উচ্চ আদালতে পিটিশন করেন। আদালত শুনানী শেষে ৬মাসের জন্য উক্ত কমিটি স্থগিত করেছেন। এতে করে এডহক কমিটি বহাল করা হলো।