সাভারের আশুলিয়ায় গাজীর দরগাঁ সরকারি মহিলা কবরস্থান থেকে ৫ টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে ঘটনাটি জানাজানি হলে স্থানীদের ভিড় জমে কবরস্থানে।এরআগে বৃহস্পতিবার রাতে সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়নে দরগাঁপাড় এলাকার গাজীর দরগাঁ সরকারি মহিলা কবরস্থান থেকে ৫টি কঙ্কাল চুরি হয়।
স্থানীয়রা জানান, ওই কবর স্থানটি দুই পাশে বিভক্ত।এক পাশে মহিলা ও অন্য পাশে পুরুষদের কবরস্থ করা হয়।শুক্রবার হওয়া এক নারী তার মা’র কবর জিয়ারত করার জন্য আসলে কবর খুঁড়া অবস্থায় দেখতে পায়।তখন স্থানীয়দের খবর দিলে পাশে আরো ৪ টি কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানান তারা।
এবিষয়ে কবরস্থানে দায়িত্বে থাকা খাদেম মনির হোসেন জানান,‘খবর পেয়ে কবরস্থানে এসে দেখি ৫ নারীর কঙ্কাল চুরি হয়েছে।প্রতিটি কবর এক বছরের বেশি সময়ের পুরোনো হয়েছে। আমরা স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাটি অবহিত করেছি’-বলে জানান তিনি।
ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সুমন আহমেদ ভুঁইয়া জানান,ঘটনাটি আমি জানতে পেরেছি।তবে আমি এখন এলাকার বাহিরে।
তবে এঘটনায় আশুলিয়া থানার ডিউটি অফিসার সুমন চন্দ্র গাইন জানান,এ ব্যাপারে এখনো কোন অভিযোগ আসেনি।তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।