এশিয়া কাপে আফগানিস্তানকে উড়িয়ে দিলেও প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার সঙ্গে হারের পর টুর্নামেন্টে টিকে থাকা নিয়েই ছিল সংশয়। যদিও এখন কাগজে কলমে টাইগারদের সুপার ফোর পুরোপুরি নিশ্চিত।
এশিয়া কাপ শুরুর পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এসেছেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার নিজের কর্মস্থলে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন,‘যারা গিয়েছে (এশিয়া কাপ খেলতে) তাদের সবার ওপর আস্থা আছে। এরা খামাখা কেউ চলে যায়নি। অবশ্যই তাদের সামর্থ্য আছে সেজন্য তারা গিয়েছে।
অভিষিক্ত তামিম করেছেন শুন্য, জায়গা হারিয়েছেন দল থেকে।
এমন ক্রিকেটারের উপরেও আস্থা পাপনের,‘এখানে জুনিয়র তামিম (তানজিদ হাসান তামিম) এক ম্যাচে খেলেনি তাই বলে তার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। নতুন ক্রিকেটারকে ২-৩ ম্যাচ দিয়ে দেখা যায় না। (নাজমুল হোসেন) শান্তর কথা ভাবেন। তাওহিদ হৃদয় রান করেনি কিন্তু সে ভালো ক্রিকেটার।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর এক ম্যাচে দুই সেঞ্চুরিয়ান। এমন দাপুটে ব্যাটিং এর প্রত্যাশাও ছিল না নাজমুল হাসান পাপনের,‘দুইজন সেঞ্চুরি করবে সেটা আমরা চিন্তাই করিনি। (তাও) আফগানিস্তানের বোলিংয়ের বিপক্ষে। যেসব দল খেলছে (এশিয়া কাপে) শ্রীলঙ্কার চেয়ে আফগানিস্তান আমার মতে ভালো দল। আগের ম্যাচে (বাংলাদেশ) খারাপ খেলেছে (তাই) হেরেছে,এই ম্যাচে আবার ভালো খেলেছে।