১৩ সেপ্টেম্বর ২০২৩,নিউজ ডেস্ক:-এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিকুর রহিম। মূলত নবাগত সন্তানের পাশে থাকতেই ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। যার কারণে শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচে তাকে পাচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবজাতক এবং তার মায়ের পাশে থাকার জন্যই মূলত বিসিবি থেকে তার ছুটি মঞ্জুর করা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছিলেন মুশফিক। এরই মধ্যে সোমবার কন্যা সন্তানের জনক হন তিনি। আজ সকালে কলম্বো গিয়ে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল মুশফিকের।
কিন্তু সকালে বিমানে না উঠে বরং ছুটি বাড়ানোর আবেদন করেন মুশফিক। তাতে সম্মতি জানিয়েছে বিসিবিও। তাই ভারতের বিপক্ষে এই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে।