দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এ ক্যাম্পটি খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে সাইটসেভার্স’র সহযোগীতায় এমজেএফ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনীয় অনুষ্ঠানে এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে সহকারী শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের পরিচালনায় বক্তব্য দেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ শেখ হাসিবুল ইসলাম, সহকারী ইনক্লুশেন অফিসার আলিমুর রেজা। উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী অফফালমিক আল আমিন, প্রোগ্রাম সহায়তাকারী মেহেদী হাসান, এমজেএফ’র শাহনিমা আক্তার, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক এটিএম শাহ আলম সিদ্দিকী শাহিন, শিক্ষক আরিফুল ইসলাম, আরিফ হোসেন, জেনিয়া মেহেরুন, স্টাফ উম্মে শাখওয়া শারমিন রানী, রহিমা খাতুন, শাহিনুর রহমান সহ বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা। এসময় প্রতিবন্ধীদের চোখের বিভিন্ন সমস্যা নির্নয়, ঔষধ সেবা প্রদান করা হয়।