সিরাজগঞ্জ প্রতিনিধি:-কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকালাই বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে- কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে প্রত্যেক কৃষকে ৫ কেজি করে মাসকালাই বীজ, ১০ কেজি করে ডিএপি, ৫ কেজি করে এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে।
উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন -শনিবার ( ১০ সেপ্টেম্বর-২০২৩) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা শেষে উক্ত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,মোঃ মনিরুজ্জামান পান্না,মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা,উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক শফিউল আলম স্বপন প্রমুখ।
এ বিতরণ অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন এবং সঞ্চালনা করেন উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী।
এসময়ে অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আসয়াদ বিন খলিল রাহাত,কৃষিবিদ শাহাবুদ্দিন আহমেদ,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সরোয়ার হোসেন সহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।