ময়মনসিংহ প্রতিনিধি:-১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩নং ইউনিয়ন সরিষা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শোক সভা ও গন ভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন,সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম আকন্দ,সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বাবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মাসব্যাপী শোক দিবস পালন কমিটির আহবায়ক হাজী রফিকুল ইসলাম বুলবুল,বিশেষ অতিথি রফিকুল ইসলাম রফিক ভিপি,ড. উৎপল কুমার সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হারুন অর রশিদ।
এ ছাড়াও সাফায়াত হোসেন ভুইয়া,সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মন্ডল,মাসুদ হাসান তূর্ণ,দপ্তর সম্পাদক আবুল কালাম,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মতি,সহ দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিন রাহুল,সাবেক মুক্তিযোধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো আব্দুল সালাম,কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি সম্মানিত সদস্য ও আঠারবাড়ি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জুবের আলম রুপক, সম্মানিত সদস্য শাহজাহান ভূইয়া,হাবিবুর রহমান,আব্দুর রউফ কাজল,উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক কায়সার আহমেদ লিটন।
এ ছাড়াও উপজেলা সেচ্চাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক এ এইচ এম সাইফুল ইসলাম সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এ সময় সরিষা ইউনিয়ন আওয়ামী ও ওয়ার্ড আওয়ামী লীগ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।