মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী :: নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর ) বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৫নং অম্বরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অম্বরনগর উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫নং অম্বরনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শাহজালাল চেয়ারম্যান এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, ৫নং অম্বরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ছাইফ উল্লাহ মাসুদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৌদি আরব বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও নোয়াখালী- ২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, নোয়াখালী বিএনপির সদস্য আবদুর রাজ্জাক ভূঁইয়া, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট তুহিন চৌধুরী, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মাহমুদ হাসান শাকিল, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাছুদুল আলম ফরহাদ, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন বাবলু, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার সলিম উল্লাহ সেলিম।
প্রধান অতিথি মান্নান বলেন, রাস্তা ঘাট, স্কুল কলেজ উন্নয়ন করলেই উন্নয়ন বলেনা, এটি অটোমেটিকলি হবে। কারণ বিদেশীদের গাড়ী বিক্রির জন্য তাঁরা রাস্তা ঘাট করে দেবে। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার কলকারখানা ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আমরা জনগণের ভোটের সরকার গঠন করে আগামীতে ইন্ডাস্ট্রি তৈরী করে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য শেখ আহমদ, সোনাইমুড়ী উপজেলা বিএনপি, ৫নং অম্বরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।