২৭ আগষ্ট ২০২৩ নিউজ ডেস্ক:-অভি মায়ামির জার্সিতে টানা ৮ ম্যাচ খেললেও মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হচ্ছিল না লিওনেল মেসির। এবার সেই আক্ষেপ মিটেছে মেসি ও তার ভক্তদের। এমএলএসে মেসির অভিষেক ম্যাচে নিউইয়র্ক রেড বুলসকে ২-০ গোলে হারিয়েছে মায়ামি।
ইন্টার মায়ামির দ্বিতীয় গোলটি এসেছে মেসির পা থেকেই।
অন্য গোলটি করেছেন ডিয়েগো গোমেজ। এ নিয়ে মায়ামির জার্সিতে ৯ ম্যাচে মেসির গোল এখন ১১।
ম্যাচের শুরুতে একাদশ দেখে কিছুটা অবাক হন ভক্তরা। কেননা লিওনেল মেসি ছিলেন না শুরুর একাদশে।
টানা ম্যাচ খেলার ধকল কমাতে মেসিকে বেঞ্চে রেখেই রবিবার নিউইয়র্ক রেড বুলসের মাঠে খেলতে নেমেছিল মায়ামি। তাতে অবশ্য কোনো ক্ষতি হয়নি। পরে বেঞ্চ থেকে মাঠে নেমে এমএলএস অভিষেকে ঠিকই জাদু দেখান মেসি।
মেসিবিহীন ইন্টার মায়ামির শুরুটা ভালো ছিল না।
বলের দখলে এগিয়ে থাকলেও সুযোগ তৈরি করতে ব্যর্থ হচ্ছিল তারা। ম্যাচের প্রথম ৩০ মিনিটে লক্ষ্য দূরে থাক, কোনো শটই নিতে পারেনি মায়ামি। এ সময় বল দখলে পিছিয়ে থাকলেও সুযোগ তৈরিতে ইন্টার মায়ামির চেয়ে স্বাগতিক নিউইয়র্কই বরং বেশি এগিয়ে ছিল।
তবে ধীরে ধীরে খোলস ছেড়ে বের হন সফরকারীরা। যার ফল হিসেবে ৩৬ মিনিটেই মায়ামি লিড পেয়ে যায়।
দলটির জার্সিতে অভিষেক গোল করেছেন প্যারাগুয়েন মিডফিল্ডার গোমেজ। নোয়াহ এলিয়েন ডি-বক্সের বেশ বাইরে থেকে দারুণ এক পাসে গোমেজকে খুঁজে নেন। এরপর নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই তরুণ মিডফিল্ডার।
একাদশে না থাকলেও বিরতির পরই গা গরম করতে শুরু করেন মেসি। মাঠে এ সময় রেড বুলের আধিপত্য বেশি থাকাতেই হয়তো মেসিকে বেঞ্চে বসিয়ে রাখার ঝুঁকি নিতে পারেননি কোচ। অবশেষে ম্যাচের ৬০ মিনিটে লিওনার্দো কাম্পানাকে তুলে নিয়ে মেসিকে মাঠে নামায় মায়ামি।
মেসি নামার পর আক্রমণের নিয়ন্ত্রণটা চলে আসে ইন্টার মায়ামির হাতে। ৮৮ মিনিটে ডি-বক্সের ভেতর প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়ান বেঞ্জামিন ক্রিমাশ্চিকে। পরে ফিরতি বল টোকা দিয়ে জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। শেষ পর্যন্ত দুই গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।