শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ-সাতক্ষীরার আশাশুনিতে পুকুরের পানিতে ডুবে আনিকা (৪) ও জান্নাত(৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার প্রতাপনগরের কুড়িকাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু একই গ্রামের আলম হাওলাদার ও অহিদুজ্জামান হাওলাদারের মেয়ে।
আনিকার মামা আসমত উল্লাহ জানায় পরিবারের লোকজন সংসারের কাজে ব্যস্ত থাকার সুযোগে দুই শিশু পাশের পুকুরের ঘাটে খেলছিল। কিছু সময় পরে জান্নাতের চাচা মোঃ সাহেব আলী বাড়িতে ফেরার পথে আনিকাকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে। এসময় দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধার করতে যেয়ে ডুবন্ত অবস্থায় জান্নাতকে খুঁজে পায়। পরবর্তীতে মটর সাইকেলযোগে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত ডাঃ শিরুজ্জামান জানান হাসপাতালে পৌছানোর অনেক আগে দুই শিশুর মৃত্যু হয়। পরিবারের দাবির প্রেক্ষিতে পুলিশের অনুমতি নিয়ে স্বজনরা তাদের মৃতদেহ নিয়ে যায়।