এম আর রানা :: সম্প্রতি কলারোয়ার চন্দনপুরে বোন জামাইয়ের ছোড়া পেট্রোলের আগুনে দগ্ধ চিকিৎসাধীন আব্দুল কাদেরের নামাজে জানাজা অনুষ্ঠিত। গত কয়েক দিন ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বাণ ইনঃ চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১ জুন সকাল আনুমানিক ৮ টার দিকে মৃত্যু বরন করেন ( ইন্না-লিল্লাহ — রাজেউন)।
বৃহঃবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আব্দুল কাদেরের লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক দূশ্যের সৃষ্টি হয়,শুক্রবার সকাল ১০ টায় চন্দনপুর গন কবরস্থানের পাশে তার নামাজে জানাজায় উপস্থিত হন এবং বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, চন্দনপুর ইউ পি চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন, ইউ/ পি সদস্য আব্দুল্লাহ আলো মামুন, নাজিমুদ্দিন মিন্টু, ফারুক আহমেদ।
জানাজায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান, আব্দুল কাদেরের হত্যা কারি যাতে দ্রুত গ্রেফতার হয়,এবং শাস্তির ব্যবস্থা নিশ্চিত হয় সে ব্যাপারে জানাজায় উপস্থিত সকল কে আশ্বাস দেন, এ চেয়ারম্যান ডালিম হোসেন তার বক্তব্যে আব্দুল কাদেরের স্ত্রী ও কন্যার চিকিৎসা ব্যাবস্থার কোন ত্রুটি হবে না বলে জানান। মাওলানা নাজমুল হুদার উপস্হাপনায় নামাজে জানাজায় ইমামতি করেন মাওঃ আলাউদ্দীন মন্ডল।