দেবহাটা প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ উপলক্ষে জেলা পর্যায়ে বাছাই প্রতিযোগীতায় শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটি (এসএসসি) সভাপতি মনোনীত হয়েছেন প্রভাষক মো. আবু তালেব মোল্যা। তিনি পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক এবং দেবহাটা কলেজের প্রভাষক পদে দায়িত্ব পালন করছেন। একই সাথে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষ। বৃহষ্পতিবার সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে আরা করিমা স্বাক্ষরিত বাছাই প্রতিযোগীতার প্রথম স্থান অধিকারিদের তালিকায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা সদরের ফিংড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গুলশান আরা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক শ্যামনগরের দেবালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শম্ভুনাথ মালো, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা তালার জেয়ালা পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পলি রানী ঘোষ, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় কালীগঞ্জের নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কাব শিক্ষক কালীগঞ্জের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তনুপা সরকার, প্রাথমিক শিক্ষা প্রশাসনের শ্রেষ্ঠ কর্মচারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী শেখ গোলাম মোস্তফা, শ্রেষ্ঠ সহঃ উপজেলা শিক্ষা অফিসার শ্যামনগরের প্রকাশ চন্দ্র মন্ডল, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার কলারোয়ার এইচএম কামরুজ্জামান, শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (ইউআরসি) সাতক্ষীরা সদর রিসোর্স সেন্টারের বৈদ্যনাথ সরকার, শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (পিটিআই) সাতক্ষীরা পিটিআই’র আব্দুস সবুর, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার কলারোয়ার রুলি বিশ্বাস ও শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হয়েছেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।