স্টাফ রিপোর্টার মোঃ রিয়াদ মন্ডল:- চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলায়, আন্দুলবাড়ীয়া বাজারে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে মেসার্স নাহার অটো এন্ড সার্ভিসিংয়ের, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম এর একটি ব্যাবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়। মঙ্গলবার রাত ৭ঃ৪৫ দিকে প্রাধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে লাল ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে দোকান উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার।
এইসময়ে আরো উপস্থিতি ছিলেন,চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান লাভলু, সহ আরো উপস্থিতি ছিলেন হাফিজুর রহমান হাপু,আজাদ আলী, শামীম হোসেন মিজি, এছাড়া আরো উপস্থিতি ছিলেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিরুল খান।শাহাপুর পুলিশ ক্যাম্প এসআই জাহাঙ্গীর হোসেন, সোহেল হোসেন,আন্দুলবাড়ীয়া পেসক্লাবের সভাপতি সময়ে সমীকরন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন প্রতিনিধি জাহিদুল ইসলাম মামুন,তথ্য – প্রযুক্তি ও প্রচার- প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াদ মন্ডল জনপ্রিয় আনলাইন পোর্টাল দৈনিক প্রথম বাংলাদেশ।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী,তরিকুল ইসলাম তুইন,আব্দুলা হোসেন, মাহাবুব,নাঈমুর খান,মীর সরোয়ার হোসেন, নজু, নয়ন মিয়া, রাসেল, শিলন,নিহান মোল্লা, সজীব ইত্যাদি। উদ্বোধন শেষে দোয়ার আয়োজন মাধ্যমে ও মিষ্টি জনগণের মাঝে মিষ্টি দিয়ে শেষ করা হয়।