কলকাতা প্রতিনিধি:- পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সারা পশ্চিম বাংলায় খেলা দিবস পালিত হল। এদিন পশ্চিম বাংলা র বিভিন্ন জেলার অন্তর্গত বিভিন্ন ব্লকে খেলা দিবস পালিত হয়। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের ১,নাম্বার, পঞ্চায়েত সমিতি র উদ্দ্যোগে এবং পশ্চিম বাংলা সমাজ কল্যাণ ও ক্রিয়া সাস্কৃতি মন্তালয় যৌথ পরিচালনায় উস্তি কে সি পি উচ্ছ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ৮,দলের, ক্রিয়া ফুট বল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মগরাহাট পশ্চিমের বিভিন্ন অঞ্চলে র ফুটবল ক্লাব। তার মধ্যে বিজয়ী হয় মগরাহাট পশ্চিমের কালিকাপোতা অঞ্চল এবং রানাস হয় মগরাহাট পশ্চিমের শেরপুর অঞ্চল। আজকের এই খেলা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি র সভাপতি শ্রী সব্যসাচী গায়েন ও সহসভাপতি হাজি মোবারক মোল্লা এবং মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি র সদস্য এবং মগরাহাট পশ্চিমের মাইনরিটি দলের সভাপতি তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্ছু মোল্লা এবং মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি র সদস্য নুরুজ্জামান সেখ ওরফে মন্টু এবং মগরাহাট পশ্চিমের লড়াকু তৃনমূল দলের নেতা ও পঞ্চায়েত সমিতি র সদস্য শ্রী মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের হরিহরপুর অঞ্চল এর প্রধান রাইহান লস্কর এবং মগরাহাট পশ্চিমের কালিকাপোতা অঞ্চল এর উপপ্রধান সহ মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি র সদস্যরা এবং বিভিন্ন অঞ্চল কমিটির চেয়ারম্যান ও সদস্যরা এবং মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড র কর্মকর্তারা। এই সভায় প্রতিটি ফুটবল খেলোয়াড় কে সম্মান জানানো হয়। এবং তাদের হাতে বিজয়ী কাপ তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠান টি পরিচালনা করেন মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের নেতা কাজী ইমতিয়াজ ওরফে টকি এবং উস্তি অঞ্চলের তৃনমূল দলের সভাপতি সাগির হোসেন ভোলা।।