২৬ সেপ্টেম্বর ২০২৩,কলকাতা নিউজ দাতা:-পশ্চিম বাংলা র তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও সুন্দর বন উন্নত বোর্ডের চেয়ারম্যান এবং ক্যানিং পূর্বে র বিধায়ক শওকত মোল্লা তার কলকাতার ক্ষুদ্র ও কঠির শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। আগামী দুর্গা পূজা র আগে এমন বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই লেদার কমপ্লেক্সে এলাকায় কমবেশি কয়েক শত ছোট ও বড় কলকারখানা রয়েছে। তাদের উৎপাদন ও বিদেশি মুদ্রার উপর নির্ভর করে ভারত সহ পশ্চিম বাংলা র অর্থনৈতি। সম্প্রতি পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প ও বানিজ্য র ওপর গুরুত্ব দিয়েছেন। কিছুদিন আগে তিনি শিল্প এর অগ্রগতি র জন্য প্রেন সফরে যান। এবং পশ্চিম বাংলা ভারী ও খুদ্র শিল্পের বিকাশ জন্য তার সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ পশ্চিম বাংলা র বিধান সভার সদস্য ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান এবং খুদ্র শিল্পের চেয়ারম্যান শওকত মোল্লা তার লেদার কমপ্লেক্সে এলাকায় এম সি পি আই ও ইমামী কর্মকর্তাদের সঙ্গে মিলিত হন। এবং উৎপাদন ও বিকাশ লাভের উপর নির্ভর করে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য সব মালিক কর্মকর্তাদের বলেন। তিনি বলেন তার সরকার সর্বদাই শ্রমিক ও মালিকদের মধ্যে এই সেতু বন্ধন করে এগিয়ে নিয়ে যেতে চায় শিল্পের বিকাশের লক্ষ্যে। তিনি আগামী দিনে আবার তাদের সাথে মিলিত হবে। যদি এই এলাকায় কোন সমস্যা দেখা যায় তার জন্য সবধরনের সহায়তা করবেন বলে জানিয়েছেন।