অনুসন্ধানী প্রতিবেদন পর্ব -১
বিশেষ প্রতিনিধি :: কিছুদিন আগেও যিনি ছিলেন চা বিক্রেতা। জোনাকি ষ্টোর থেকে শুরু হয় দুলালের জীবন যুদ্ধ । তিনি এখন এলাকার কাউন্সিলর । কোটি টাকার মালিক, করেছেন বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি সহ একাধিক প্রতিষ্ঠান।
অথচ একটু পিছন ফিরে তাকিয়ে দেখলে দেখা যায় দুলালের বাবা মঙ্গল মিয়া ছিলেন খেয়া ঘাটের মাঝি। অতি দুঃখ দরিদ্রের মাঝে কাটতো তাদের দিন। এলাকায় সুদের ব্যবসার জন্য ছিল যার প্রচুর পরিমাণ খ্যাতি। সেই দুলাল এখন কাউন্সিলর ,বসেন সমাজের খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের সারিতে।
বিএনপি জোট সরকারের আমলেও দাপটের সঙ্গে করেছেন জীবনযাপন ছিলেন সম্পৃক্ত বিএনপি জোট সরকারের রাজনীতির সাথে। যার প্রমাণস্বরূপ বিএনপির তৎকালীন মেয়র মান্নান সাহেবের সাথে একান্ত ফটো সেশনের একটি প্রমাণ এসে পৌঁছায় অনুসন্ধানী প্রতিবেদকের হাতে।
দুই ছেলেকে নিয়ে এলাকায় গড়ে তুলেন এক বিশাল বাহিনী।ক্যাসিনো গডফাদার হিসেবে উত্তরায় কামালের সাথে ক্যাসিনো ব্যাবসা করে বেশ খ্যাতি অর্জন করেন সাদ্দাম হোসেন তন্ময়। বাপের ক্ষমতার প্রভাব খাটিয়ে ছোট ছেলে সাব্বির হোসেন রাজও পিছিয়ে নেই।
এলাকায় গড়ে তুলেছেন মাদকের সাম্রাজ্য। মাদক মামলায় গ্রেফতারও হয়েছেন একাধিকবার। বাবা কাউন্সিলর ক্ষমতার দাপটে কোণঠাসা এলাকাবাসী। ভয়ে কেউ কোন প্রতিবাদ করেনা।যদি কেউ তাদের বিরুদ্ধে কথা বলে তাহলে তাদের উপর চালানো হয় অত্যাচারের স্টিম রোলার। গড়ে তুলেছেন নিজে স্ব বাহীনি।
ক্ষমতাসীন দলের ক্ষমতার অপব্যবহার করে আসছেন কাউন্সিলর দুলাল ও তার সঙ্গীরা।এ দিকে ক্ষমতাসীন দলের প্রধান একাধিকবার বলেছেন কোন অপরাধী আমার দলের নাম ব্যবহার করে যদি মনে করে তার অপরাধ থেকে মাফ পাবে তাহলে সে ভূল করবে।
যেখানে একজন সিটি কর্পোরেশনের কাউন্সিলরের এর মাসিক সম্মানি ৩৫ হাজার টাকা।আট থেকে দশ টা বাড়ির মালিক কিভাবে হলেন কাউন্সিলর দুলাল?। এই প্রশ্ন থেকেই গেল জনমনে?। নাকি আলাদিনের প্রদীপ এর সন্ধান পেল কাউন্সিলর দুলাল। ১১৮০ পিস ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন কাউন্সিলর দুলালের ছোট ছেলে সাব্বির হোসেন রাজ।
এছাড়াও এলাকার বিভিন্ন ধরনের অপকর্ম চাঁদাবাজি টেন্ডারবাজি কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সহ একাধিক কর্মকান্ড সাথে জড়িত রয়েছেন সাব্বির হোসেন রাজ এমন কিছু তথ্য উঠে আসে আমাদের হাতে অনুসন্ধানের মাধ্যমে।
এ বিষয়ে জানতে কাউন্সিলর সাইফুল ইসলাম দুলালের সাথে কথা বললে তিনি সাংবাদিকদের বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
কে বা কারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।নামে বে-নামে আকাশ কুসুম গল্প কাউন্সিলর দুলালের লাগামহীন দূনীতির আরো অনুসন্ধান চলমান রয়েছে। বিস্তারিত নিয়ে আসছে …………(আগামী পর্ব-২)