৬ সেপ্টেম্বর ২০২৩ নিউজ ডেস্ক :- আগামী মাসেই ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। চলছে শেষ সময়ের প্রস্তুতি। বুধবার (৬ সেপ্টেম্বর) ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া তাদের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে।
গত আগস্ট মাসেই বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলো অস্ট্রেলিয়া।
সেখান থেকেই এবার ১৫ সদস্যের দল চূড়ান্ত করল ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে বেশি ৫ বারের চ্যাম্পিয়নরা।
তবে অস্ট্রেলিয়ার দল ঘোষণার আগেই দিনও দলের গুরুত্বপূর্ণ তারকা গ্লেন ম্যাক্সওয়েলের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছিল দ্বিধা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জানানো হয়েছিলো, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটিও হয়তো খেলতে পারবেন না ম্যাক্সি। তবে সেই ম্যাক্সয়েলকেই নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
এদিকে দলে রয়েছেন ডেভিড ওয়ার্নার। যিনি কিনা বেশ কয়েকদিন ধরেই ছন্দে নেই। তবে তাকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপে দলে রয়েছে পাঁচ অলরাউন্ডার।
দলের যে কোন প্রয়োজনে এই অলরাউন্ডাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে মিচেল মার্শ রয়েছেন দারুণ ফর্মে।
অস্ট্রেলিয়ার দল
প্যাট কামিন্স (অধিনায়ক),স্টিভেন স্মিথ,অ্যালেক্স ক্যারি,জশ ইংলিশ,শন অ্যাবট,অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন,জশ হ্যাজেলউড,ট্রাভিস হেড,মিচেল মার্শ,গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার,মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা এবং মিচেল স্টার্ক।