December 8, 2024, 10:15 am
শিরোনামঃ
কালিগঞ্জে মেধাবী শিক্ষার্থীর ফরম পূরণের অর্থ প্রদান সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে দুই কারারক্ষিক গ্রেপ্তার পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার ইয়াবা ট্যাবলেট সহ মাদক সিন্ডিকেটের মূলহোতা ওয়াহিদুলকে গ্রেফতার করেছে র‌্যাব-১ বোদা উপজেলায় কালিয়াগঞ্জ ইউনিয়নে ঘরে ঢুকে এক গৃহবধূ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দুর্গাপুরে প্রকল্পের টাকা আত্মাসাতের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে বোদা উপজেলায় চারজন মাদক সেবীকে আটক সেনাবাহিনীর যৌথ অভিযানে খেজুরগাছ কাটা আর গাছির অনাগ্রহে কমছে রস কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী ডিবি পুলিশের এসআই আশরাফুলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ

আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতৃবৃন্দ দেশকে ধ্বংস করতে মরিয়া বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসীরা

Reporter Name
  • Update Time : Tuesday, September 26, 2023,
  • 34 Time View

২৬ সেপ্টেম্বর ২০২৩,যশোর জেলা প্রতিনিধি:- নির্ধারিত সময়ের আগেই কানাই কানাই ভরে যায় যশোর শহরের প্রাণ কেন্দ্র চৌরাস্তা চত্বর। শহরের রেলরোড, মাইকপট্টি,মণিহার,দড়াটানা,পালবাড়ি,কোর্টের মোড়সহ বেশ কয়েকটি সংযোগ সড়ক দিয়ে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। চৌরাস্তা থেকে জেস টাওয়ার পর্যন্ত নেতাকর্মীদের বসার জন্য দেয়া হয় চেয়ার। এর বাইরে শ’শ’নেতাকর্মী সভাস্থলের চারপাশে জড়ো হন। সোমবার বিকেল ৪ টায় শান্তি সমাবেশের মূল আয়োজন শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। বক্তৃতা করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার,যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন,বেনাপোল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম লিটন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হাসান,জেলা কৃষক লীগের সহসভাপতি এসএম ইয়াকুব আলী,জেলা আওয়ামী লীগ নেতা সামির ইসলাম পিয়াস ও ইঞ্জিনিয়ার আশরাদ পারভেজ,ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ,যশোর পৌরসভার কাউন্সিলর আলমগীর কবির সুমন,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল,সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু। এসময় বক্তারা বলেন,ভোটের ব্যবস্থা ধ্বংস করেছেন খালেদা জিয়া ও জিয়াউর রহমান। দেশের গণতন্ত্র,দেশকে সুরক্ষিত ও খাদ্য নিরাপত্তা দিয়েছেন শেখ হাসিনার সরকার। কিন্তু এই সরকারের সাজানো-গোছানো দেশকে ধ্বংস করতে মরিয়া বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসীরা। বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে খুনিরা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। ১৫ আগস্টের কালো রাতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে তার স্বপ্নকে মুছে ফেলতে চেয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও তার স্বপ্নকে হত্যা করতে পারেনি খুনিরা। তারই সুযোগ্য কন্যা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বপ্ন বাস্তবায়নে ও মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন। কিন্তু খুনি জিয়ার অনুসারীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। বিএনপি পদযাত্রাসহ অন্যান্য কর্মসূচির নামে সাধারণ মানুষকে হয়রানি করছে। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী,জেলা আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোস্না আরা মিলি,যুগ্ম সম্পাদক রেহেনা পারভিন, পৌর কাউন্সিলর নাসিমা আক্তার জলি,মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন,সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল,শহর আওয়ামী লীগ নেতা ফিরোজ খান,লোকমান হোসেন,ইউসুফ শাহিদ,জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রবিউল ইসলাম শাহীন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919