২৬ সেপ্টেম্বর ২০২৩,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি :- জয়পুরহাটের পাঁচবিবি আটাপুর ইউনিয়নের উচাই ঝিনাইগাড়ি নামক খাঢ়ি হতে ববিতা (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত কিশোরী ঐ গ্রামের মামুনুর রশিদের মেয়ে
নিহত কিশোরীর বড়বোন মামোনি খাতুন জানান, সোমবার রাত দশটার দিকে তিন ভাইবোন ঘরে বসে টিভি দেখার এক পর্যায়ে ববিতা ঘুমানোর কথা নিজ শয়ন কক্ষে চলে যায়। ঘন্টা খানেক পর মামুনি প্রকৃতির ডাকে সারা দিয়ে আসার সময় তাকে না পেয়ে খোজা খোজি করতে থাকে। এঅবস্থায় মঙ্গলবাল সকাল আটটার দিকে বাড়ির পশ্চিমে ঝিনাইগাড়ি খাঢ়িতে জেলেরা মাছ ধরতে গিয়ে ববিতার মরদেহ খাঢ়ির পানিতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এ সময় তার গলায় ওড়না গিট দিয়ে পেঁচানো ছিল। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।